Description:
Exposition Young Film Talents Chattogram 2022 is a project development workshop going to be organised in Chattogram. Fresh Project ideas are called for submission and 12 projects will be selected for workshop.

Experts will guide them to develop the project ideas. After finishing the workshop they will pitch them and best four projects will be invited to EYFT 2023 workshop by the Liberation War Museum.

Eligibility:
Participant must be a citizen of Bangladesh, Maximum possible duration of proposed film: one hour.

Location of workshop: Theatre Institute Chattogram
Date of workshop: 13-15 October, 2022

Requirements for Submission:
Title of the Film, Idea/ Synopsis. (Maximum 400 Words), Director(s)/Producer(s) Profile, Probable Budget. &Visual Material or Photograph. (Optional)

Project Submission link: https://forms.gle/H9nzoGSs3DB61WRs5

Deadline: September 30, 2022

*One Idea/Project could have multiple participants.

Fees: (After Selection)
Participant: 2,000.00 BDT (Each).
Observer: 1,000.00 BDT (Each).

Contact
+8801748712805

প্রথমবারের মত মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে “লিবারেশন ডকফেস্ট চট্টগ্রাম ২০২২”। আগামী ১৩ অক্টোবর থেকে চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট প্রাঙ্গণে। তিনদিনব্যাপী হতে যাওয়া এই চলচ্চিত্র উৎসবে মুক্তিযুদ্ধ ও মানবাধিকার বিষয়ক দেশ ও বিদেশের চলচ্চিত্র সমূহ দেখানো হবে । উৎসবে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও তরুণদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালা আয়োজিত হতে যাচ্ছে। কর্মশালায় মেন্টর হিসেবে থাকবেন অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতারা।
কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রথমে আবেদন করতে হবে । আবেদন করার জন্য প্রয়োজন হবে একটি প্রামাণ্যচিতত্রের প্রস্তাবিত নাম, ৪০০ শব্দের মধ্যে প্রস্তাবিত প্রামাণ্যচিত্রের বর্ণনা, সম্ভাব্য মোট বাজেট, আবেদনকারীর জীবন বৃত্তান্ত ও প্রস্তাবিত প্রামাণ্যচিত্রের কিছু ছবি বা ভিডিও রেফারেন্স (ঐচ্ছিক) । ৩০ সেপ্টেম্বর এর মধ্যে আবেদন করতে হবে https://forms.gle/H9nzoGSs3DB61WRs5 লিংক থেকে ।

আবেদনকারীদের মধ্য থেকে ১২ জনকে নির্বাচন করা হবে কর্মশালার জন্য। নির্বাচিত প্রত্যেকে অংশগ্রহণ ফি হিসেবে ২০০০ টাকা পরিশোধ করতে হবে। প্রয়োজনে ০১৭৪৮৭১২৮০৫ অথবা program@liberationdocfestbd.org এই ইমেইলে যোগাযোগ করা যাবে।